বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
৮৯ বছর বয়সী এই তারকাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও তিনি গত চার–পাঁচ দিন ধরেই সেখানে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
আসছে ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর বয়স হবে ৯০ বছর। বয়সের ভার সত্ত্বেও তিনি এখনও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে অভিনেতার এক চোখে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট (গ্রাফটিং) সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বেরিয়ে ধর্মেন্দ্র নিজেই এক ভিডিও বার্তায় ভক্তদের আশ্বস্ত করেছিলেন।
ভিডিওতে তিনি বলেছিলেন, “আমি ভালো আছি। আমার চোখের গ্রাফটিং হয়েছে, কিন্তু আমি এখন পুরোপুরি সুস্থ। আমার ভক্তদের প্রতি অনেক ভালোবাসা।”
ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছে শহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমায়।
এছাড়া শিগগিরই তিনি অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা অভিনীত ‘ইক্কিস’ ছবিতে, যা পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। ইতোমধ্যে এর ট্রেলার প্রকাশিত হয়েছে, এবং চলচ্চিত্রটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।
এলএনডি/এমআর






