‘চাঁদনী’ থেকে ‘কেয়ামত’ : শাবনাজ-মৌসুমীর গল্প

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে নব্বইয়ের দশকের শুরুটা হয়ে উঠেছিল বেশ আলোচিত। এই সময়েই মুক্তি পায় দুটি জনপ্রিয় সিনেমা— ‘চাঁদনী’ ও ‘কেয়ামত থেকে কেয়ামত’। দুটি সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হন দুই তারকা চিত্রনায়িকা শাবনাজ ও মৌসুমী।

১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পাওয়া এহতেশাম পরিচালিত চাঁদনী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বিক্রমপুরের মেয়ে শাবনাজের। তার বিপরীতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন নাঈম। সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে তুমুল সাড়া পড়ে যায়, আর একসঙ্গে নাঈম-শাবনাজ জুটি পেয়ে যায় জনপ্রিয়তার শীর্ষ আসন।

পরবর্তীতে তারা একসঙ্গে অভিনয় করেন দিল, সোনিয়া, চোখে চোখে, আগুন জ্বলে, অনুতপ্ত, লাভসহ একাধিক আলোচিত সিনেমায়। নাঈমের পাশাপাশি অন্য নায়কদের সঙ্গেও বেশ কিছু সফল চলচ্চিত্রে কাজ করেন শাবনাজ।

এদিকে, চাঁদনী মুক্তির প্রায় দেড় বছর পর ১৯৯৩ সালের ২০ মার্চ সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত দর্শকের সামনে আসে। এই সিনেমার মাধ্যমে মৌসুমী ও সালমান শাহর অভিষেক হয়, যারা মুক্তির সঙ্গে সঙ্গেই ব্যাপক জনপ্রিয়তা পান। সালমান শাহ মৃত্যুর তিন দশক পরও দর্শকের ভালোবাসায় অম্লান রয়ে গেছেন। মৌসুমী-সালমান শাহ জুটি পরবর্তীতে অন্তরে অন্তরে, স্বপ্ন, দেনমোহরসহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। তবে সালমান শাহর পর মৌসুমীকে বেশি দেখা গেছে ওমর সানীর বিপরীতে, যাকে তিনি পরবর্তীতে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।

বর্তমানে শাবনাজ দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে। অন্যদিকে মৌসুমী ২০২৩ সালের অক্টোবর মাস থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মেয়েকে নিয়ে, এবং নতুন কোনো চলচ্চিত্রে তাকে আর দেখা যায়নি।

চলচ্চিত্রে নিজের শুরু নিয়ে শাবনাজ বলেন, “চাঁদনী সিনেমার শুটিং শুরুর সময় আমি সদ্য এসএসসি পাস করেছি। সিনেমাটি মুক্তির পর দর্শকের ভালোবাসা আমাকে আজও গর্বিত করে। বিশেষ করে গানগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে। পরিচালক এহতেশাম স্যারের প্রতি আজও আমার গভীর শ্রদ্ধা রয়ে গেছে।”

অন্যদিকে মৌসুমী স্মৃতিচারণ করে বলেন, “কেয়ামত থেকে কেয়ামত’র শুটিংয়ের সময়ের অনেক মুহূর্ত আজও চোখে ভাসে। মনে আছে, সিনেমার মহরতে নাঈম ভাই আর শাবনাজ আপা আমাদের উৎসাহ দিতে এসেছিলেন। দর্শকের যে ভালোবাসা আমি এই সিনেমার মাধ্যমে পেয়েছি, সেটাই আমার বড় প্রাপ্তি।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন