বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নায়করাজ রাজ্জাক এমন এক নাম, যিনি আজও দর্শক-শিল্পীদের হৃদয়ে বেঁচে আছেন। আমার অভিনয় জীবনের শুরুতেই তাঁর হাত ধরে সিনেমায় আসার সুযোগ হয়েছিল। রাজ্জাক ভাই শুধু সহশিল্পী নন, তিনি ছিলেন অভিভাবক, শিক্ষক এবং সর্বোপরি একজন দিকনির্দেশক। আজ তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মৃতির ভাণ্ডার ভরে উঠছে শ্রদ্ধা আর ভালোবাসায়।
তিনি যেমন চলচ্চিত্রে এসেছিলেন কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের হাত ধরে, আমিও এসেছিলাম জহির ভাইয়ের সিনেমার মাধ্যমে। আমাদের প্রথম ছবি সংসার-এ তিনি অভিনয় করেছিলেন আমার বাবার চরিত্রে, আর সুচন্দা আপু ছিলেন মা। এরপর শেষ পর্যন্ত ছবিতে আমি হলাম তাঁর নায়িকা। প্রথমে ভীষণ অস্বস্তি লাগলেও শুটিং শুরুর পর রাজ্জাক ভাই আমাকে সহজ করে নিয়েছিলেন। সেই থেকে শুরু হয়েছিল দীর্ঘ একসাথে পথচলা।
সত্তরের দশকে রাজ্জাক-ববিতা জুটি হয়ে আমরা দর্শকদের জন্য উপহার দিয়েছি অসংখ্য সফল চলচ্চিত্র। আলোর মিছিল, অনন্ত প্রেম, বিরহ ব্যথা, সোহাগ, পীচ ঢালা পথ, মানুষের মন, আকাংখা, স্বরলিপি, লাইলী মজনু, প্রিয়তমা, ফুলশয্যাসহ অর্ধশতাধিক ছবিতে আমাদের একসঙ্গে দেখা গেছে। এর মধ্যে লাইলী মজনু এখনো দর্শকের হৃদয়ে অমর প্রেমের প্রতীক হয়ে আছে। শুধু অভিনয়শিল্পী নয়, রাজ্জাক ভাই ছিলেন সফল পরিচালকও। তাঁর পরিচালিত সিনেমাতেও আমি কাজ করার সুযোগ পেয়েছি।
পর্দায় নায়ক হলেও বাস্তব জীবনেও তিনি ছিলেন প্রকৃত নায়ক। তাঁর পরিবার ও আমার পরিবারের মধ্যে ছিল আত্মিক সম্পর্ক। যে কোনো পারিবারিক আয়োজনে আমাকে নিমন্ত্রণ করতেন। আড্ডা, হাসি-আনন্দ আর আন্তরিকতায় ভরপুর ছিল তাঁর সান্নিধ্য।
অভিনয় জীবনে তাঁর সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। বিশেষ করে অনন্ত প্রেম ছবির গানের শুটিংয়ের কথা আজও মনে পড়ে। পাহাড়-জঙ্গল পেরিয়ে কাপ্তাইয়ে তিন দিন ধরে সেই গানের দৃশ্য ধারণ হয়েছিল। কোনো নৃত্য পরিচালক না থাকলেও রাজ্জাক ভাই নিজেই সাহস দিয়ে পরিকল্পনা করেছিলেন দৃশ্যের। এমনকি মজা করে বলেছিলেন—‘নৃত্য পরিচালক হিসেবে আমার নামটাই যাবে পর্দায়।’
তিনি সবসময় শিল্পীদের সম্মান দিতেন, সবাইকে হাসিমুখে রাখতেন। তাঁর ধ্যান-জ্ঞান ছিল ঢাকাই সিনেমা আর তার উন্নতি। আজ আট বছর হয়ে গেল তিনি আমাদের মাঝে নেই, তবুও তাঁর অবদান ও ভালোবাসা চিরকাল অমলিন থাকবে।
নায়করাজ রাজ্জাক শুধু এক নাম নন, তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। যতদিন বাংলা সিনেমা থাকবে, ততদিন তিনি থাকবেন অমর হয়ে—এক চিরন্তন কিংবদন্তি, এক অবিস্মরণীয় নায়ক।
এলএনডি/এমআর






