জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শামীম জামান এবার নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছেন। নাম ‘শাদী মোবারক’। পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন এবং প্রযোজনা করেছেন অনন্য ইমন।
নাটকটি প্রচারিত হবে মাছরাঙা টিভিতে ৩ আগস্ট থেকে, সপ্তাহে টানা পাঁচদিন রাত সাড়ে ৮টায়।
‘শাদী মোবারক’-এ কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতুসহ অনেকে। ইতোমধ্যে নাটকের তৃতীয় লটের শুটিং শেষ হয়েছে।
শামীম জামান বলেন, “আমি সব সময়ই জীবনঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। ‘শাদী মোবারক’ও ঠিক সেই রকম। মোশাররফ করিম থাকলে দর্শকের আলাদা আগ্রহ থাকে। আশা করছি নাটকটি প্রচারে এলে শুরুতেই দর্শকের মন জয় করবে।”
প্রযোজক অনন্য ইমন জানান, নাটকটি এখন পর্যন্ত ৭৮ পর্ব পর্যন্ত নির্মিত হয়েছে। তিনি বলেন, “বিশাল ক্যানভাসের এই নাটকটি করেছি শুধু দর্শকদের কথা ভেবে। দর্শকদের একটি মন ছুঁয়ে যাওয়া পারিবারিক গল্প উপহার দিতেই এই আয়োজন।”
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






