এক লাফে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বেড়েছে স্বর্ণের দাম

Liberty News Desk
ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়।

বাজুস জানায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে সারা দেশে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে।

বুধবার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী—

  • ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১,৯৩,৫০৬ টাকা,
  • ১৮ ক্যারেটের ভরি ১,৬৫,৮৬২ টাকা,
  • আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১,৩৭,৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে

  • ২২ ক্যারেটের রুপা বিক্রি হবে ভরি ৪,২৪৬ টাকায়,
  • ২১ ক্যারেটের ভরি ৪,০৪৭ টাকায়,
  • ১৮ ক্যারেটের ভরি ৩,৪৭৬ টাকায়,
  • এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ভরি ২,৬০১ টাকায়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন