চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৪ হাজার ৮০১ কোটি ৩৮ লাখ টাকা।
রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের ২৫ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ২৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, আর বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার প্রবাসী আয়।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ সন্তোষজনক থাকলে মাস শেষে মোট প্রবাসী আয়ের পরিমাণ সেপ্টেম্বরের তুলনায় আরও বেশি হতে পারে।
এলএনডি/এমআর






