ডিসিসিআই জরিপ : ঢাকাবাসীর মাথাপিছু আয় ৬,২৪,৭২৩ টাকা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দেশে বর্তমানে গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ ডলার, তবে রাজধানী ঢাকায় বসবাসরত মানুষের মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার (প্রায় ৬ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা, প্রতি ডলার ১২১ টাকা হিসেবে)।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত অর্থনৈতিক অবস্থার সূচক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ঢাকার অবদান প্রায় ৪৬ শতাংশ, এবং মোট কর্মসংস্থানের ৪০ শতাংশই রাজধানী কেন্দ্রীক। এছাড়া, দেশের ১১ শতাংশের বেশি মানুষ ঢাকায় বসবাস করে, যা এশিয়ার শহরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ নগর হিসেবে চিহ্নিত করেছে ডিসিসিআই।

এছাড়া জরিপে দেখা যায়, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকার প্রতিষ্ঠানগুলো থেকে। উৎপাদন খাতে ৩৬৫টি প্রতিষ্ঠান মিলে মোট উৎপাদনের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে, আর ২৮৯টি প্রতিষ্ঠান সেবা খাতের নিয়ন্ত্রণে। একইভাবে তৈরি পোশাক শিল্পের ৫৮ শতাংশ উৎপাদন মাত্র ২১৪টি প্রতিষ্ঠানের দখলে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন