হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে আগামী শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
বুধবার (২২ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্যোগ–পরবর্তী সময়েও আমদানি, রপ্তানি ও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রাখতে কাস্টমস হাউসের শুল্কায়ন দল, এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটের কার্যক্রম আগামী শুক্রবার ও শনিবার চলমান থাকবে। এই সময়ে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর (শনিবার) শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে কুরিয়ার সার্ভিস ও আমদানি অংশে বড় ধরনের ক্ষতি হয়। অনেক আমদানিকারকের মূল্যবান পণ্য নষ্ট হয়ে যায় বলে জানা গেছে।
এলএনডি/এমআর






