ভারত থেকে চাল আমদানি শুরু, দাম কমার আশা

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

দেশে কয়েক মাস ধরে চালের দাম ঊর্ধ্বমুখী থাকায় তা নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে চাল আমদানির উদ্যোগ নেয়। গত ১২ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে ব্যবসায়ীরা চাল খালাস করতে পারেননি।

পরে ১৮ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্কহার কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করলে আমদানি করা চাল খালাস শুরু হয়। তবে বাজারে ভারতীয় চাল আসার পরও দাম উল্লেখযোগ্যভাবে কমেনি।

বর্তমানে নাজিরশাইল চালের কেজি ৮৫–৯০ টাকা, মিনিকেট ৮০ টাকা এবং ব্রি-২৮ ও ২৯ ধানের চাল ৬০–৬২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় চালের সরবরাহ আরও বাড়লে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে দীর্ঘ চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমদানিকারক হাজী মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বেসরকারি পর্যায়ে আবেদন আহ্বান করার পর অনুমতি মেলে এবং এর পর থেকেই আমদানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও ব্যবসায়ী এলসি খুলছেন, ফলে আমদানির পরিমাণ আগামী সপ্তাহ থেকে আরও বাড়বে।

বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, অনেক চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে, শিগগিরই বাজারে সরবরাহ বাড়বে।

ব্যবসায়ীদের আশা, ভারত থেকে পর্যাপ্ত চাল আমদানির ফলে দেশের বাজারে কেজিপ্রতি ৫–৭ টাকা পর্যন্ত দাম কমতে পারে। এতে ভালো মানের চিকন চাল ৬৭–৭০ টাকা আর মোটা স্বর্ণা চাল ৫০–৫২ টাকায় পাওয়া যাবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন