আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গভর্নর

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বুধবার সকালে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। গভর্নরের ভাষায়, নগদ লেনদেন দুর্নীতি ও কর ফাঁকির সুযোগ তৈরি করে, তাই এ প্রবণতা রোধ করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশে ক্যাশলেস সোসাইটির ভিত্তি ধীরে ধীরে মজবুত হচ্ছে। আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে দেশ ক্যাশলেস ইকোনমির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।

আহসান এইচ মনসুর আরও জানান, আর্থিক খাতে লেনদেনে আধুনিকতা আনা ও সবাইকে অন্তর্ভুক্ত করা দরকার। তাহলেই সামষ্টিক অর্থনীতি হবে আরও শক্তিশালী।

গভর্নরের মতে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ এ সুবিধা নিচ্ছেন এবং ইতিমধ্যে প্রায় ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন