ব্যবসায়ে গতি ফেরাতে নীতি সুদহার কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

Liberty News Desk
ফাইল ছবি

ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে সম্প্রসারণমূলক মুদ্রানীতির আওতায় নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে অর্থনীতির চাকা সচল হওয়ার সম্ভাবনা থাকলেও, মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।

নীতি সুদহার কমানোর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কম সুদে অর্থ ধার করতে পারবে। এতে বাজারে ঋণের প্রবাহ বাড়বে, যা উৎপাদন ও বিনিয়োগে গতি আনতে পারে। তবে অর্থের সরবরাহ ও ভোগপ্রবণতা বাড়লে পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়।

গবেষক অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, “বাজারে তারল্য বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ে। তাই এমন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সতর্ক পর্যবেক্ষণ জরুরি।”

গত তিন বছর সংকোচনমূলক মুদ্রানীতির কারণে উৎপাদন খাতে যে চাপ তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতেই বাংলাদেশ ব্যাংক এই পরিবর্তনের পথে হাঁটছে বলে ধারণা বিশ্লেষকদের।

বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার কমানোর সিদ্ধান্তকে সময়োপযোগী হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে তারা মনে করছেন, শুধু সুদহার নয়—ব্যবসার অন্যান্য খরচ কমানোও সমান গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, “নীতি সুদহার একটি গুরুত্বপূর্ণ নীতিগত অস্ত্র। তবে শুধু এটিই অর্থনীতির সামগ্রিক গতিশীলতার জন্য যথেষ্ট নয়। ব্যবসার অন্যান্য খরচ যেমন—জ্বালানি, পরিবহন, আমদানি খরচ ইত্যাদি—এসবও কমাতে হবে।”

অর্থনীতিবিদদের মতে, উচ্চ সুদের কারণে উদ্যোক্তারা ঋণ নিতে নিরুৎসাহী হয়ে পড়ছেন, যার ফলে উৎপাদন খাতে স্থবিরতা দেখা দিচ্ছে। উন্নত দেশগুলোতে নীতি সুদহার হ্রাসের মাধ্যমে অর্থনীতি চাঙা রাখার যে প্রচেষ্টা চলছে, বাংলাদেশও সেই পথে হাঁটছে।

গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, “ব্যাংকিং খাতে এখনও তারল্য সংকট রয়েছে। তবে রেট কমলে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।”

এই পদক্ষেপে অর্থনীতিতে তারল্য বাড়বে, বিনিয়োগ উৎসাহিত হবে—তবে মুদ্রাস্ফীতির ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন