কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চলতি বছরে প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে।
তালেবুর রহমান বলেন, “আজ পর্যন্ত আনুমানিক ৩ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। মূলত যাদের সরাসরি মিছিলে অংশগ্রহণের প্রমাণ মিলেছে, তাদেরই গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শুধু ঢাকাবাসীরাই নয় — ঢাকার বাইরের বহু লোক এসেই এসব ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে। এ ধরনের মিছিলগুলোর পেছনে অনেকে অর্থায়ন করছে এবং অংশগ্রহণকারীদের নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে ঢাকায় তাদের কার্যক্রমকে প্রদর্শিত করা, জনমানসে আতঙ্ক সৃষ্টি করা এবং মিছলের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের সক্রিয়তা প্রদর্শন করা।”
উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেফতারের ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে মিছিলে ধরে নিয়ে যাচাই-বাছাই করছেন। “গ্রেপ্তার করার পরে আসামিদের গতিপূর্ব ইতিহাস পর্যবেক্ষণ ও যাচাই করে তারপরই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,” তিনি বলেন। তিনি আরো উল্লেখ করেন, কিছু আসামিকে হাতেনাতে ককটেলসহ ধরা হয়েছে এবং এসব ককটেল অত্যন্ত বিধ্বংসীভাবে তৈরি করা হয়।
এলএনডি/এমআর






