রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৯

Liberty News Desk
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ করে সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তবে শুক্রবার দুপুর দেড়টা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৪টায় মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন