রাউজানে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি সাংবাদিকদের জানান, বুধবার গভীর রাত থেকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের নতুন বাড়িতে অভিযান শুরু হয় এবং তা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে।

অভিযানে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি আগ্নেয়াস্ত্র, ২৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৮টি কাঠের স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ। এ ছাড়া গাঁজা ও বিদেশি মদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে মো. কামাল ও তাঁর চাচাতো ভাই মো. সোহেল (শফিক আহমেদের ছেলে)। র‍্যাব জানায়, বাড়ির আঙিনা, পুকুরপাড় ও আলমারিতে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তাদের থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।”

উল্লেখ্য, গত ১৫ মাসে রাউজান উপজেলায় অন্তত ১৬টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন