খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

Liberty News Desk
ছবি : সংগৃহীত

খুলনার দৌলতপুরে পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি, দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। একই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১ এর বিচারক সু‌মি আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভন্দু রায় চৌধুরী।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। অন্যদিকে, কুটি ও শামীম নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের পাশে সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে রক্ষা করতে গেলে স্থানীয়দের ওপরও গুলি চালানো হয়, এতে সুপর্না সাহাসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর সুপর্না সাহাও মৃত্যুবরণ করেন।

ঘটনার পরদিন (৪ জানুয়ারি) নিহত পারভেজের বাবা নিজাম উদ্দিন দৌলতপুর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, মামলায় মোট ৯ জন আসামি ছিলেন। এর মধ্যে ৭ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন