বরিশালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) ও জাহিদ হাওলাদার (৩৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালে ওই গৃহবধূ ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে স্বামীর কাছে যাওয়ার পথে এক ইজিবাইকে ওঠেন। কিন্তু চালক পরিকল্পিতভাবে তাকে অন্যত্র নিয়ে যায়। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকার একটি বাগানে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন নির্যাতিতাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ১২ নভেম্বর ওই গৃহবধূ নিজেই চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। তবে আসামি খোকন খান এখনও পলাতক রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এলএনডি/এমআর






