পুলিশের ওপর হামলা করা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Liberty News Desk

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুরের কালকিনি পৌর শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখন (৩০)-কে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত লিখন সরদার কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তার বিরুদ্ধে থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর পুলিশ লিখন সরদারের বাড়িতে গেলে তিনি ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ২০২১ সালের ২৮ জানুয়ারি মৃধাকান্দি এলাকায় এক বিক্ষোভ কর্মসূচিতে বোমা বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কালকিনি থানার ওসি একেএম সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে লিখন সরদারকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়।

ওসি সোহেল রানা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে লিখন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ আরও দুটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন