গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে যে ভয়ের কথা জানালেন

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দীন খান।

গ্রেপ্তারের সময় আফ্রিদি বলেন, “আমি পালাব না, কোরআনের কসম। আমি ওমরাহ হজ পালন করছি। তবে আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, কারণ তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।”

এর আগে ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে অভিযোগ করা হয়, তিনি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের রাজনৈতিক ক্যাম্পেইনেও অর্থায়নের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানায় গত বছরের ৩০ আগস্ট এই হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্ত করছে সিআইডি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি হিসেবে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

তৌহিদ আফ্রিদি এ মামলার ১১ নম্বর আসামি, আর তার বাবা নাসির উদ্দিন সাথীকে রাখা হয়েছে ২২ নম্বরে। মোট ২৫ জনের নাম উল্লেখ করে আরও প্রায় দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ডিবি পুলিশ রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে। তাকেও একই মামলার আসামি হিসেবে আটক করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন