শিশু আরিয়ান হত্যা : শ্যালিকার যাবজ্জীবন, ভগ্নিপতির মৃত্যুদণ্ড

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার তিতাসে শিশু সায়মন ওরফে আরিয়ান হত্যার দায়ে বিল্লাল পাঠান (৪২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় জড়িত তার শ্যালিকা শেফালী আক্তারকে (৪০) দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

বুধবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

রায়ের অন্যান্য দিক অনুযায়ী, বিল্লাল পাঠানকে আরও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং শেফালীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার তদন্তে উঠে আসে, বিল্লাল ও শেফালীর মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। ২০২৩ সালের ১৮ আগস্ট তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশু আরিয়ান (৭)। বিষয়টি ধামাচাপা দিতে তারা শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তায় ভরে কাশবনের বালুর নিচে পুঁতে রাখে।

ঘটনার পর নিখোঁজ ডায়েরি করার একদিন পর মরদেহ উদ্ধার হয়। এরপর গ্রেপ্তার হন শেফালী ও বিল্লাল। আদালতে স্বীকারোক্তি ও তদন্ত শেষে রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন