মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি-এর চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার এলাকায় মো. আসাদুল হক বাবু নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) নাসির উদ্দিন সাথীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ডের আবেদন করলে, শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে মঞ্জুর করেন।

যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক শরীফুজ্জামান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় যাত্রাবাড়ী থানার পাকা রাস্তার ওপর মো. আসাদুল হক বাবুর (২৪) ওপর আসামিদের গুলি বর্ষণ করা হয়। এতে তার বুকে ও ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন সাথী মামলায় ২২ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে নাম রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন