সারা দেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য প্রকাশ পায়।
খুদে বার্তায় বলা হয়, গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯৯৮ জন পরোয়ানা ও ফৌজদারি মামলার আসামি। এ ছাড়া ৪২০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছে।
অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ৪টি ধারালো অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৪টি গুলি ও ৫৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






