কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে এ মামলা করলে রাত সাড়ে ৩টার দিকে মুরাদনগরের আকবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে তাদের অভিমত।
তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






