শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—মৃত অজিবর আলী ফকির ছেলে, সিদ্দিকুর রহমান (৪২) এবং মৃত দিলবরের ছেলে, মানিক (৩২)। দুজনেই বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে গোহাইল ইউনিয়নের পালাহার গ্রামের শাহিন মেম্বারের বাড়ির দক্ষিণ পাশের ইটের ছলিং রাস্তা থেকে তাদের শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (নিঃ) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে সিদ্দিকুর রহমানের কাছ থেকে ২০ পিস এবং মানিকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) শফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






