নুর-রাশেদসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

Liberty News Desk
ছবি সংগৃহীত

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতোয়ালি মডেল থানা গ্রহণ না করায় আদালতে অভিযোগ দেয় জাপা।

বৃহস্পতিবার আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। দ্রুত বিচার আইনে করা এই মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়

সভাপতি ভিপি নুরুল হক নুরকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খানের নামও রয়েছে মামলায়।

জাপার জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নগরীর ফকিরবাড়ি রোডে জাপা কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনার পর তারা থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেওয়া হয়। বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। বৃহস্পতিবার আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ডলি আদালতের আদেশের পত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন