ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর যুবদল নেতার

Liberty News Desk
ছবি সংগৃহীত

বনানীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর, লুটপাট ও নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষ বলছে, ভিআইপি রুম না পাওয়ায় মনির তার অনুসারীদের নিয়ে এসে হামলা চালান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গেলে এক ব্যক্তি তাকে আঘাত করে মেঝেতে ফেলে দেন। আরেক নারীও এ হামলার শিকার হন। ভিডিওতে ৮ থেকে ১০ জনকে হামলায় অংশ নিতে দেখা যায়।

এ ঘটনায় হোটেলের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বনানী থানায় মনির হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এজাহারে বলা হয়, হামলাকারীরা রেস্টুরেন্টের টিভি, চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা, মনিটর, ল্যাপটপ, গ্লাসসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। কাউন্টার থেকে ৭০ হাজার টাকা এবং স্টোর থেকে প্রায় ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার সময় পুলিশে অভিযোগ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার মত হুমকি দেয়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার আগের দিন মনির নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। রুম খালি না থাকায় সাধারণ টেবিলে বসানো হলে তিনি ক্ষুব্ধ হন এবং হুমকি দিয়ে চলে যান।

এ ঘটনায় যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায় সংগঠন নেবে না। মনির হোসেনের সঙ্গে সকল সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের আমরা শনাক্ত করেছি। হোটেল কর্তৃপক্ষ মামলা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের আমলে হোটেল জাকারিয়ায় গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ মধ্যরাতে বিল চাওয়ায় বারে ভাঙচুর ও লুটপাট করেন ঢাকা মহাখালীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ওরফে সাগরের (২৭) নেতৃত্বে বারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া এই কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি লোকমান হোসেন ওরফে রাহুল (৩০) ও সুলতান হামলায় (৩২) অংশ নেন। শাহীন (২৭) নামে আরেকজন ছাত্রলীগের কর্মীও অংশ নেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন