নিজ এলাকায় খোকন তালুকদারকে অভ্যর্থনা, জনতার ভালোবাসায় সিক্ত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

শাহাজাদী সুলতানাঃ নিজ নির্বাচনী এলাকায় এসে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রাথমিকভাবে মাদারীপুর-৩ আসনে ধানেরশীষের মনোনয়ন প্রাপ্ত আনিসুর রহমান তালুকদার খোকন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় তার নিজ নির্বাচনী এলাকা সমাদ্দার ব্রীজে পৌছালে সেখানে অবস্থান করা কেন্দুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সকলের প্রিয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।

তখন ফুল দিয়ে বরন শেষে শতাধিক মোটরসাইকেল এর শোভাযাত্রা মস্তফাপুরে পৌছলে সেখানে থাকা হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পরে শতশত মোটরসাইকেলের শোভা যাত্রা ভুরঘাটার দিকে আগাতে থাকে পর্যায়ক্রমে মোটরসাইকেল শোভাযাত্রায় সহস্রাধিক মোটর সাইকেল, শতাধিক মাইক্রো বাস ও প্রাইভেট কার যুক্ত হয়ে বাশগাড়ী ইউনিয়নের খাসেরহাট গোল চক্কর পর্যন্ত পৌছলে হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতার উপস্থিতি জন সমাবেশে রুপ নেয়।

উক্ত জনসমাবেশে কালকিনি-মাদারীপুর-৩ আসনের জননন্দিত জননেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন আমি শুধু একাই ধানেরশীষের মনোনয়ন প্রাপ্ত নই কালকিনি-মাদারীপুর-৩ আসনের সকল নেতাকর্মী ও সাধারণ জনতা ধানেরশীষের মনোনয়ন প্রাপ্ত হয়েছেন। আমি শুধু একটা মাধ্যম মাত্র।

এখন যার যার অবস্থান থেকে প্রত্যেকটা নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থী মনে করে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে এ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন