কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
আহত দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে।
এলএনডি/এমআর






