ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনা, ৭ গাড়ির সংঘর্ষ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোহাগ পরিবহনের একটি বাস প্রথমে এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরও চারটি মাইক্রোবাস ও প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর ঢাকামুখী লেনে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু থেকে ঢাকামুখী বাসটি কুচিয়ামোড়ায় এক পথচারীকে ধাক্কা দেয়। এরপর দ্রুত পালানোর সময় সামনে ট্রাফিকে আটকে থাকা দুটি মাইক্রোবাস, একটি হাইচ ও একটি প্রাইভেট কারকে আঘাত করে। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিরাজদিখান ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে ৯ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়, আর গুরুতর আহত পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো দ্রুত সরিয়ে এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ সোহাগ পরিবহনের বাসটি আটক ও চালককে হেফাজতে নিয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে এবং পুলিশের সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে।

এর কিছুক্ষণ পরই এক্সপ্রেস ওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে একটি মোটরসাইকেল সামনের প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

দুইটি দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত থাকলেও পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন