বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম এহসানুল্লাহ রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে হঠাৎ নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম।
সূত্র জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতেই তিনি একাডেমি ত্যাগ করেছেন।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “ডিআইজি এহসানুল্লাহ অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক শাখার দায়িত্বে ছিলেন। কিন্তু বুধবার থেকে তিনি কোনো অনুমতি বা ছুটি ছাড়াই অফিসে আসছেন না। সরকারী বিধি অনুযায়ী অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এ কে এম এহসানুল্লাহ বিসিএসের ২০তম ব্যাচের কর্মকর্তা, যার বিপি নম্বর ৬৯০১১১৯৮২২।
এলএনডি/এমআর






