রাজধানীর মোহাম্মদপুরে মিনা বাজার সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় রাত পৌনে ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এলএনডি/এমআর






