ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ দেড় ঘণ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

‘জেলা জেলা জেলা চাই, ভৈরব জেলা চাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, কিশোরগঞ্জ নো মোর’— এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভৈরব রেলস্টেশন এলাকা।

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে প্রায় দুই ঘণ্টা ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এর আগে দাবির সমর্থনে গতকাল রবিবার (২৬ অক্টোবর) থেকে তিন দিনের ধারাবাহিক কর্মসূচি শুরু করে এলাকাবাসী। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টার দিকে ভৈরব রেলস্টেশনে লাল কাপড় হাতে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

একপর্যায়ে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রমের সময় বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করে লাল পতাকা উড়িয়ে দেয়। এতে ট্রেনটি স্টেশনে থেমে যায় এবং যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ইট ও লাল কাপড় দিয়ে প্ল্যাটফরমের ১ নম্বর লাইন বন্ধ করে দেন এবং ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন এবং আন্দোলনের অন্যতম সংগঠক মুহাম্মদ জুনায়েদ প্রমুখ।

বেলা পৌনে ১২টার দিকে উপকূল ট্রেনটি চলাচলের চেষ্টা করলে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি ট্রেনের ইঞ্জিনের দিকে পাথর ছোড়ে, এতে দুই যাত্রী আহত হন। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

বক্তারা বলেন, “ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে ২০০৯ সালে ঘোষণা দেওয়া হলেও রাজনৈতিক জটিলতার কারণে সেটি বাস্তবায়িত হয়নি। পরীক্ষামূলক কমিটি গঠনের পর প্রজ্ঞাপন জারি হলেও পদক্ষেপ আর নেওয়া হয়নি।”

তারা আরও হুঁশিয়ারি দেন, “বর্তমান সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা ঘোষণা না করে, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

অন্যদিকে, পাথর নিক্ষেপের ঘটনা নিয়ে ছাত্রনেতা শাহরিয়ার বলেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে নিতে একটি মহল ইচ্ছাকৃতভাবে পাথর ছোড়ে। আমরা দ্রুত ট্রেন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে।”

তিন দিনের ঘোষিত কর্মসূচির শেষ দিন আগামীকাল মঙ্গলবার নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে ভৈরবের সাধারণ মানুষ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন