সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে, একই পরিবারের ২ জনের মৃত্যু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাওয়া পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে একই পরিবারের দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া গেছে— রাজধানী ঢাকার মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা।

জানা গেছে, বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর কয়েকজন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা সেজুতি ট্রাভেলসের একটি পর্যটকবাহী বাসে করে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেন।

পাগলা বাজার এলাকায় পৌঁছালে বাসটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, শান্তিগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে তারা বাসের নিচে চাপা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন