মর্গের ভেতর তরুণীর মরদেহকে ধর্ষণ, আদালতে ডোমের স্বীকারোক্তি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত এক তরুণীর মরদেহকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের ডোম আবু সাঈদ (১৯)–কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে হাজির করা হলে, আবু সাঈদ স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

গ্রেফতারকৃত আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ও শিরিনা আক্তারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার গভীর রাতে (রাত দেড়টার দিকে) এ নৃশংস ঘটনাটি ঘটে।

তিনি বলেন, “সোমবার রাতে ময়নাতদন্তের জন্য এক তরুণীর মরদেহ মর্গে রাখা হয়। পরদিন সকালে কর্তব্যরত চিকিৎসক মরদেহে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, মরদেহটি যৌন নির্যাতনের শিকার হয়েছে।”

এ তথ্য পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় এবং পরবর্তীতে অভিযুক্ত ডোমকে আটক করা হয়।

ময়নাতদন্ত পরিচালনাকারী ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এন এম আল মামুন বলেন, “ময়নাতদন্তের সময় আমরা যৌন নির্যাতনের সুস্পষ্ট আলামত পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।”

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগে গত রবিবার (১৯ অক্টোবর) রাতে হালুয়াঘাট উপজেলার এক গ্রাম থেকে ২০ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শেরপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া ওই শিক্ষার্থীর মৃত্যু আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও পরিবার।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন