রাজধানীর পল্লবী থানার কালশী রোডে একটি বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত পোশাক কারখানায় আগুন লেগেছে। ভবনটি কালশীর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের ওপর তলায় অবস্থিত বলে জানা গেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রথম ইউনিট পল্লবী ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ১৫ মিনিটের মধ্যে। পরে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও বলেন, আগুন লাগার প্রাথমিক কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত শেষে জানা যাবে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হঠাৎ ভবনের ছয়তলায় একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই জানালা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তেই চারপাশে অগ্নি আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ১১টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দা মো. বিপ্লব জানান, ভবনটির নিচের দুইতলা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়, আর উপরের তলাগুলো পোশাক কারখানা হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। শুক্রবার কারখানাটি বন্ধ থাকায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে।
এলএনডি/এমআর






