বন্ধুকে বাড়িতে ডেকে এনে একসঙ্গে খাওয়ার পর কুপিয়ে হত্যা

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে এক বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে খাওয়াদাওয়ার পর নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (গতকাল) রাত ৯টার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম তুলা মিয়া (৩৮)। তিনি ওই গ্রামের নুরুল আমীনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হোসেন (৩৫), গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে। দীর্ঘদিন ধরে তারা বন্ধু ছিলেন বলে জানা গেছে। হত্যার পর থেকে নাজমুল পলাতক রয়েছে।

আজ সোমবার সকালে স্থানীয়রা সন্দেহভাজন এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তুলা মিয়া ও নাজমুল দীর্ঘদিন একসঙ্গে চলাফেরা করতেন। তাদের বিরুদ্ধে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগও ছিল। রোববার রাতে নাজমুল তার বন্ধুকে বাড়িতে নিয়ে যায়। খাওয়াদাওয়া শেষে হঠাৎ দা হাতে নিয়ে তুলা মিয়ার ওপর হামলা চালায়। এসময় প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে ধানক্ষেতে পড়ে গেলে নাজমুল তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন