হিলি স্থলবন্দরে ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা ব্লিচিং পাউডার বোঝাই একটি ট্রাকে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

রোববার (২৪ আগস্ট) বিকেলে বন্দরের ভেতরে ৩ নম্বর গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা ব্লিচিং পাউডার লোড করার সময় হঠাৎ আগুন দেখা দেয়।

আমদানিকারক প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের মালিক আবুল বাসার বলেন, “ভারতের বিহার রাজ্য থেকে আনা ৪০ টন ব্লিচিং পাউডার আমরা ৩ নম্বর গুদামে রেখেছিলাম। সকাল থেকে কয়েকটি ট্রাকে বিক্রি করেছি। বিকেলে আরেকটি ট্রাকে তোলার সময় কীভাবে আগুন লেগেছে, আমরা বুঝতে পারিনি। এতে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

হিলি ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কাশেম জানান, “দুপুর ৩টা ৫০ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দেখি একটি ট্রাকে থাকা ব্লিচিং পাউডারে আগুন লেগেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সঠিক কারণ জানা যায়নি, তদন্ত শেষে বিষয়টি বলা যাবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন