আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল নগরের বাংলাবাজারে তার মামার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডির বিশেষ টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে সিআইডির একটি দল ঢাকা থেকে বরিশালে গিয়ে তাকে আটক করে ঢাকায় নিয়ে যায়।
এর আগে ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সময়েই নয়, বরং ১৫ আগস্টের রাজনৈতিক কার্যক্রমেও অর্থ জোগানের সঙ্গে যুক্ত ছিলেন।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, “সরকারকে আমরা স্পষ্ট জানাচ্ছি— আফ্রিদি বাংলাদেশেই আছে। কোনো নাটক নয়, সরাসরি গ্রেপ্তার করতে হবে।”
এর আগে ১৭ আগস্ট আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকেও রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে জনমনে তীব্র আলোচনা ও বিতর্ক চলছে।
এলএনডি/এমআর






