গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে রাতের অন্ধকারে দুইটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ খবরে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে স্বজনরা কবর দেখতে গিয়ে বিষয়টি টের পান। খবর ছড়িয়ে পড়লে কবরস্থানগুলোতে ভিড় করেন কৌতূহলী মানুষজন।
কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান ও এলাকাবাসীর দাবি, রাতে দুর্বৃত্তরা কচুয়া সরদারপাড়া এবং আখকচুয়া এলাকার কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। এর মধ্যে কচুয়া সরদারপাড়া থেকে ৭টি এবং আখকচুয়া থেকে ১১টি কঙ্কাল চুরি হয়েছে।
একসঙ্গে এতগুলো কঙ্কাল চুরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন মৃতদের স্বজনরা। তাঁরা কবরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ চান।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা মনে করছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। তাঁরা দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
এলএনডি/এমআর






