কারাগার থেকে ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য আটক

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বরিশালে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে কারা কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম মেহেদী হাসান শাওন। তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ভুয়া পরিচয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে গিয়ে এক আসামির সঙ্গে দেখা করার চেষ্টা করলে তিনি ধরা পড়েন।

মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, বিকেল ৩টার দিকে মেহেদী নামে এক ব্যক্তি কারাগারে বন্দি শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সুয়ান স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সদস্য। কারা কর্তৃপক্ষ তাকে পরদিন সকালে আসতে বলে।

শনিবার সকালে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। এতে সন্দেহ হলে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। তার কাছে পরিচয়পত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।

অভিযোগ আছে, শাওন কখনো নিজেকে ডিজিএফআই, কখনো বিজিবি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা চালাতেন। চাকরি দেওয়ার নামেও অনেকের কাছ থেকে টাকা নিতেন। সর্বশেষ কারাগারে প্রবেশ করতে গিয়ে তিনি ধরা পড়েন।

তবে হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করার কারণ সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানান তিনি।

সিনিয়র জেল সুপার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাওন ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন