মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার : পুলিশ

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে কলাগাছিয়া এলাকায় নদী থেকে মরদেহটি তোলা হয়।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, বিকেলে নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে রমনা থানায় করা নিখোঁজ জিডির সঙ্গে মিলিয়ে দেখা হয়। সেখানে দেওয়া ছবির সঙ্গে মিল পেলে বিষয়টি রমনা থানাকে জানানো হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের দেওয়া তথ্য ও ছবির সঙ্গে মিল পাওয়া গেছে। পরিবার মরদেহ শনাক্ত করার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”

বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। তিনি বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়েছিলেন। এরপর আর ফেরেননি। রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন