চোর সন্দেহে তিন কিশোরকে বেঁধে মারধর, নিহত ১

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর প্রাণ হারায়। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে চুরির অভিযোগের নাটক সাজানো হয়েছিল।

নিহতের নাম মো. রিহান মহিন (১৫)। তিনি স্থানীয় মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিহান তার দুই বন্ধুর সঙ্গে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। এসময় পরিকল্পিতভাবে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। এতে রিহানের দুই বন্ধু মানিক ও রাহাত গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, নিহত রিহান বাবার দোকানে কাজ করত। বৃহস্পতিবার দিনভর তিন কিশোর নগরে ঘুরতে যায় এবং রাতে ফেরার পথে রাত তিনটার দিকে তাদের আট থেকে দশজন যুবক ধাওয়া করে। একপর্যায়ে তারা একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে এনে সেতুর ওপর বেঁধে মারধর করা হয়। ঘটনাস্থলেই রিহান মারা যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। দুপুরে রিহানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, তিন কিশোর রাতের বেলায় নগর থেকে ফেরার পথে এ হামলার শিকার হয়। এটি সরাসরি গণপিটুনির ঘটনা নাও হতে পারে। একই গ্রামের কয়েকজন যুবক জড়িত থাকায় পূর্বের বিরোধ বা শত্রুতার কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে এবং মূল হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন