মেহেরপুরের কুতুবপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পর ইকবাল হোসেন নামে এক বাংলাদেশি কৃষককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সীমান্ত পিলার ১৩২/১৫ আরের কাছে এ ঘটনা ঘটে। আটক ইকবাল হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের জারাফত আলীর ছেলে।
৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের কাথুলী বিওপি কমান্ডার নায়েক সুবেদার শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষক ইকবাল হোসেন (৩৮) সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে প্রায় ১০০ গজ ভেতরে গিয়ে ভারতের কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটছিলেন। তখন বিএসএফের ৫৬ ব্যাটালিয়নের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তিনি হাতিশালা ক্যাম্পে সুস্থ অবস্থায় আছেন।
এ ঘটনায় ইকবালকে ফেরত আনার জন্য কাথুলী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
এলএনডি/এমআর






