ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত যুবকের নাম ইমন (২০)।
পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন একটি পালসার মোটরসাইকেলে চারজন শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সার্ভিস লেনে পড়ে যায়। তখন ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকার তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করা হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলএনডি/এমআর






