চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। চাঁদা দাবি পূরণ না হওয়ায় এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে ইটভাটা ও আবাসন ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিবারের সদস্যরা জানান, ১৫ দিন আগে বিদেশি নম্বর থেকে কল দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। ব্যবসায়ী তা উপেক্ষা করলে সন্ত্রাসীরা এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়জন অস্ত্রধারী মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ৯ রাউন্ড গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন