ভাবিকে ধর্ষণ করতে গিয়ে হারালেন বিশেষ অঙ্গ, কারাগারে দেবর

Liberty News Desk
ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। পরে সোমবার (১৮ আগস্ট) সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটে ১২ আগস্ট রাতে উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। আহত মফিজুল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই রাতে নির্জন স্থানে মফিজুল তার ভাবিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে আত্মরক্ষায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে মফিজুলের গোপনাঙ্গে মারাত্মক জখম হয় এবং পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে গিয়ে তাকে আটটি সেলাই নিতে হয়।

এলাকার কিছু বাসিন্দার দাবি, মফিজুল ও তার ভাবির মধ্যে আগে থেকেই অবৈধ সম্পর্কের অভিযোগ ছিল এবং এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের বিস্মিত করেছে।

ভুক্তভোগী নারী জানান, দীর্ঘদিন ধরে মফিজুল তাকে উত্ত্যক্ত করছিলেন। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে তিনি ওই পদক্ষেপ নেন।

শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। সোমবার সকালে মফিজুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন