রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে পুলিশের পোশাক পরে চাঁদা তোলার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামের এক যুবক। ঘটনাটি ঘটে সোমবার (১৮ আগস্ট)।
গণপিটুনির পর স্থানীয়রা তাকে সেনা ক্যাম্পে নিয়ে যায়, পরে সেখান থেকে পুলিশে হস্তান্তর করা হয়। তুষার শেখ কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে— ওই যুবক পুলিশের পোশাক পরে দোকানিদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। এ সময় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে সেনা সদস্যদের হাতে তুলে দেয়।
ওসি আরও জানান, তুষার শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলএনডি/এমআর






