অপরাধ দমনে দৃষ্টান্ত : শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এমদাদুল হক

Liberty News Desk
ছবি: লিবার্টি নিউজ

তারিক লিটু, খুলনা: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কয়রা থানার ওসি মো. এমদাদুল হক। খুলনা জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন পুলিশ সুপার।

সভায় জানানো হয়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। বিভিন্ন থানার ওসিদের কার্যক্রম মূল্যায়নের পর সর্বাধিক সাফল্যের ভিত্তিতে এই সম্মান পান এমদাদুল হক।

একজন ওসির দায়িত্ব শুধু থানার চার দেয়ালের ভেতর সীমাবদ্ধ নয়; জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, ঘুষ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও সমান গুরুত্বপূর্ণ। কয়রার বর্তমান ওসি সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন।

এমদাদুল হক বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও থানাকে সবার জন্য উন্মুক্ত রাখা আমার অঙ্গীকার। পুলিশ সুপারের স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।”

স্থানীয়ভাবে তিনি একজন ভদ্র, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে কয়রা থানা বর্তমানে ঘুষ ও দুর্নীতিমুক্ত হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এর আগে তিনি কয়রায় দায়িত্ব পালনকালে আরও তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন