চট্টগ্রামে পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট সকাল ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। উদ্ধারকাজে অংশ নেওয়া ইউনিটের সদস্যরা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলএনডি/এমআর






