শিবগঞ্জ মোকামতলা বন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের লিফলেট বিতরণ

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

মোঃ রিপন মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে থানা পুলিশ। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসার নির্দেশনায় আজ রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার মোকামতলা বন্দরের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, ওসি (তদন্ত) আব্দুস শুকুর আলী, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ, সাব ইন্সপেক্টর মাহবুব হাসান, রায়হান আলী, আনছার আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লিফলেটে আইনশৃঙ্খলার বিভিন্ন দিক, অপরাধ প্রতিরোধের উপায় এবং সচেতনতা বৃদ্ধির তথ্য তুলে ধরা হয়। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং অপরাধের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান ও জানানো হয়।

পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন