সেন্টমার্টিনবাসী তীব্র খাদ্য সংকটে, ৪ দিন নৌ চলাচল বন্ধ

Liberty News Desk
সংগৃহীত ছবি

সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাবে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেড়েছে। পানির ঢেউয়ের ধাক্কায় চরের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়ছে, গাছপালারও ক্ষতি হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন জানান, সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, “টেকনাফ ঘাট থেকে কোনো যাত্রীবাহী কিংবা মালবাহী ট্রলার দ্বীপে যেতে পারছে না। ফলে দ্বীপবাসী দুর্ভোগে পড়েছে।”

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “টানা তিনদিন ধরে কোনো নৌযান আসতে না পারায় বাজারে খাদ্য ও পণ্য সংকট দেখা দিয়েছে। দ্বীপ থেকে অন্তত ২০০ জন মানুষ পারিবারিক কাজে টেকনাফ ও কক্সবাজারে গিয়ে আটকে পড়েছেন।”

তিনি আরও বলেন, “দ্বীপের চারপাশে জিও ব্যাগসহ শক্ত বাঁধ দেওয়া জরুরি। নাহলে পানির ঢেউয়ের আঘাতে দ্বীপ রক্ষা কঠিন হয়ে পড়বে।”

এর আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন